সুখের সন্ধান পেয়েছে কি? | পাঠক ভাবনা | DW | 01.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সুখের সন্ধান পেয়েছে কি?

গতকাল সমাজ জীবনে রেসিপি ‘সুখী হতে হলে কিছুটা হতাশ হোন’ শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ সত্যিই তো সুখ বড় বিচিত্র৷ কেউ ভালবেসে সুখী হতে চায়,

কেউ ভাল না বেসে সুখী হতে চায়৷ আসলেই তো প্রকৃত সুখের সন্ধান কেউ পেয়েছে কি? সুখ নিয়ে বই ‘দ্য ওয়ার্ল্ড বুক অফ হ্যাপিনেস’ সম্পর্কে জানতে পারলাম৷ উক্ত বইটির অন্যতম গবেষক নেদারল্যান্ডস'এর রটারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুট ফেনহোফেন বলছেন, সুখ বিষয়টি আসলে জীবনের মানসিক উপলব্ধি৷ আমিও তার এ মন্তব্যের সাথে একমত পোষণ করছি৷ তাঁর বক্তব্যের মাধ্যমে আরো জানতে পারলাম পৃথিবীর মধ্যে কোস্টারিকার মানুষ সবচেয়ে সুখী৷ কোস্টারিকার পরেই আছে ডেনমার্ক এবং তারপর যৌথ অবস্থানে আছে ক্যানাডা এবং সুইজারল্যান্ড৷ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কোন নাম গন্ধই নাই তার এই গবেষণাতে, অর্থাৎ বাংলাদেশের মানুষ মোটেই সুখী নয়৷ সুখ খোঁজার জন্য অধ্যাপক রুট ফেনহোফেনকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

প্রতিদিন আইভরি কোস্ট সম্পর্কে তথ্য এবং বিশ্বকাপ ক্রিকেটের খবর নিয়মিত জানানোর জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ বিএম ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

আপনাদের ওয়েবপেজে ভিজিট করলে বাংলা লেখাগুলো ভাঙাভাঙা দেখা যাচ্ছে৷ এটা কি আপনাদের সার্ভারের সমস্যা নাকি অপেরা মিনি ব্রাউজার এর সমস্যা, অনুগ্রহ করে দেখবেন কি ? এ জন্য আমরা যথেষ্ট বিরক্তি বোধ করছি৷ ডা. বিকাশ রঞ্জন ঘোষ, কপিলমুনি৷

আপনাদের কাছে অনুরোধ রইলো কোন কুইজ প্রতিযোগিতার আয়োজন করলে তা রেডিওতে প্রচার করার সাথে সাথে যেন ওয়েবপেজে দেওয়া হয়৷ মোঃ রাসেল শিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর, বাংলাদেশ৷

সংস্কৃতি ও বিনোদনের পাতায় রক সঙ্গীতের কিংবদন্তী এরিক ক্ল্যাপটন-এর উপর আলোকপাত করার জন্য ধন্যবাদ৷ তাঁর সম্পর্কে অনেককিছু জানার সুযোগ হলো ডয়চে ভেলের দৌলতে৷ তাঁর ৬৬তম জন্মদিনে জানাই অভিনন্দন৷ বিধান সান্যাল, ঢাকা কলোনী, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

গত ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ডয়চে ভেলের সাথে পরিচিত করানো হয় এবং অনুষ্ঠান শুনতে অনুরোধ করা হয়৷ সাইফুল ইসলাম মৃধা, অনলাইন ডি-এক্স ক্লাব, রায়পুর, অর্জুন পাড়া, রাজশাহী৷

ডয়চে ভেলে থেকে এফএম ব্যান্ডে অনুষ্ঠান শুরু হবার পর থেকে প্রতিটি পর্বই খুব স্পষ্ট এবং আকর্ষণীয় মনে হচ্ছে৷ দুটো অনুষ্ঠানই শোনার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে এমন সব কাজে আটকা পড়ি যার জন্য প্রিয় অনুষ্ঠান শোনা হয়না৷ সুনীল কৃষ্ণ বিশ্বাস, মহিষা ডাঙ্গা, সাতক্ষীরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন