সেরা ফুটবলারদের পায়ের জাদু দেখার অপেক্ষা | পাঠক ভাবনা | DW | 04.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সেরা ফুটবলারদের পায়ের জাদু দেখার অপেক্ষা

আর মাত্র ৮ দিন পরই বিশ্বের সেরা ফুটবলারদের পায়ের জাদুতে মাতবে বিশ্ব৷ অনেক আশা, প্রত্যাশা নিয়ে অপেক্ষা করবো প্রিয় দলের সাফল্য দেখার জন্য৷ আমার মতে, এবার খেতাব অর্জনের দাবিদার ব্রাজিল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনা৷

ভালো লাগছে বিশ্বকাপ ফুটবল নিয়ে ওয়েবসাইটের খেলার পাতার প্রতিটি পরিবেশনা৷ ব্রাজিল বিশ্বকাপের বল ‘ব্রাজুকা' নিয়ে পরিবেশনা সম্পর্কে আমার মতামত জানিয়েছি৷ ‘আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি ও তাঁর চার সহযোদ্ধা' লেখাটি পড়েও খুবই ভালো লাগলো৷

‘ফ্র্যাকিং'এর কল্যাণে জার্মানির চেয়ে এগিয়ে অ্যামেরিকা' লেখাটি থেকে অ্যামেরিকার ‘ফ্র্যাকিং' ও জার্মানির ‘সবুজ জ্বালানি' সম্পর্কে তুলনামূলক ধারণা পেলাম৷ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার ওপর বেশি গুরুত্ব দিয়ে আঙ্গেলা ম্যার্কেল এর নতুন জ্বালানি নীতি যদিও ব্যয়বহুল, তবু একথা মানতেই হবে যে, পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব ‘সবুজ জ্বালানি'র বিকল্প নেই৷

জার্মানির কিছু ফুল নিয়ে সাজানো ছবিঘরটিও বেশ ভালো লাগলো৷ এভাবেই আমি সবসময় ডয়চে ভেলের সাথে আছি৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

পাবনার চাটমোহর থেকে ডা. এস এম এ হান্নান লিখেছেন নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই তিন জেলা জুড়ে থাকা চলনবিলের তথ্য দেয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ এ বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল৷ এ বিল নিয়ে কত কবি সাহিত্যিক কত গল্প কবিতা লিখেছেন৷ সুদূর জার্মানি থেকেও আমাদের চলনবিলের ঐতিহ্য তুলে ধরেছেন এজন্য আবারও ধন্যবাদ জানাই৷ শুষ্ক মৌসুমে এ বিলে প্রচুর রসুন উৎপন্ন হয়, বর্ষার সময় এ বিলে নৌকায় বেড়ানোর মজাই আলাদা!

তিনি আরো লিখেছেন, ‘‘হে ডয়চে ভেলে, তুমি আছো বলে জীবনে আমার এত সুখ, অন্তর জুড়ে আছে ভালোবাসা৷ তোমার পরশে তোমার হরষে সুরভিত ফুল ফোটে, তোমার আলোতে পাই যে জীবনের দিশা৷''

শুরুতে বর্ষার হিজল এবং কদম ফুলের শুভেচ্ছা নেবেন৷ আশা করি সদূর জার্মানিতে আপনারা সবাই ভালো আছেন৷ ‘চলনবিলের ধান কাটার উত্‍সব' নিয়ে আপনাদের ছবিঘরটি অসাধারণ ভালো লেগেছে৷ পুরো বিশ্বের মতো জার্মানি এখন বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাঁপছে৷ আমি জার্মান দলের সাপোর্টার তাই জার্মান দল সম্পর্কে আরো বেশি প্রতিবেদন চাই৷ বিশ্বকাপ ফুটবল সম্পর্কে আপনাদের কুইজ সম্পর্কিত সাম্প্রতিক পোস্টটি পড়ে এতে অংশ নেওয়ার নিয়ম বুঝতে পারলাম না৷ এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত বলার অনুরোধ করছি৷ শুভেচ্ছান্তে ...আপনার অভিমানী বন্ধু মাদারিপুর থেকে রাসেল শিকদার৷

বাংলাদেশের সবচেয়ে বড় বিল আমাদের চলনবিলে ধান কাটা উত্‍সব নিয়ে ডয়চে ভেলের ছবি সহ প্রতিবেদন প্রকাশ আমার মন ছুঁয়ে গেছে! বাংলার কৃষকের ধান কাটা, কাজের ফাঁকে মাঠেই জল খাবার খাওয়া, মহিষের গাড়িতে করে ধান বাড়ি আনা, সেই ধান আবার মাড়াই করা এবং গৃহিণীর ধান সিদ্ধ করার চিত্র দিয়ে সাজানো এ প্রতিবেদনটি সত্যিই খুব ভালো হয়েছে৷ ধন্যবাদ ডয়েচে ভেলে বাংলাকে৷ বাংলার জনতার মন জয় করে এগিয়ে যাও সামনের পথে৷ শুভকামনায় রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ৷

সালাম ও শুভেচ্ছা জানবেন৷ কেমন আছেন আপনারা? অনেকদিন পর আজ লিখতে বসলাম৷ ঝামেলার কারণে আর লিখা হয়ে ওঠে না তবে আপনাদের টিভি অনুষ্ঠান দেখতে ভুল করি না৷ তাছাড়া টিভি অনুষ্ঠান মিস করলে ওয়েবসাইট আর ফেসবুক তো আছেই৷ আর ভিডিও প্রতিবেদন দেখতে চলে যাই ইউটিউব এ৷ ফেসবুক কুইজে অংশ নিয়েও পুরস্কার পেলাম না, তবে আশাহত হইনি৷ একদিন না একদিন লটারিতে নাম উঠবেই৷ সব্বাই দেখি ফেসবুকে আইপড এর ছবি দিচ্ছে৷ ইস আমি যদি পেতাম, সেই দিনের অপেক্ষায়! মো. শাহিনুর আলম, আলতাফনগর, বগুড়া, বাংলাদেশ৷

-ধন্যবাদ সবাইকে৷ আপনাদের মতামত জেনে ভালো লাগলো৷ এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন৷ সবার জন্য রইলো অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন