স্ট্যাচু অফ লিবার্টির মত | পাঠক ভাবনা | DW | 17.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

স্ট্যাচু অফ লিবার্টির মত

যদিও আমরা রংপুর এফএম-এর অনেক বাইরে তারপরও রেডিওতে উচুঁ অ্যান্টেনা সেট করে রংপুর থেকে এফএম তরঙ্গে প্রচারিত অনুষ্ঠান দিব্যি বেশ মজা করে শুনছি৷

কিন্তু মোবাইলে শুনতে হলে অ্যামেরিকার স্ট্যাচু অফ লিবার্টির মত এক হাত উঁচু করে দাড়িয়ে থাকতে হয়৷ কি করবো ডয়েচে ভেলে যে একান্তই আপন৷ যেভাবেই হোক শুনতেই হবে৷ মোঃ সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শোতাসংঘ,কাশীপুর, মনিরের ভিটা,ফুলবাড়ি কুড়িগ্রাম৷

আমি খুবই আনন্দ পেলাম যে বার্লিন শহরে ছোটদের জন্য একটি বাংলা স্কুল খুলেছে বাংলাদেশের ৪০ বছরের বিজয় দিবস উপলক্ষে৷ ডয়চে ভেলে বাংলা ভাষাকে মর্যাদার আসনে নিয়ে গেছে৷ আমি জার্মান সরকারকে ধন্যবাদ জানাই৷ আমি স্কুলের ছাত্র, যদি কোনদিন জার্মানিতে বেড়াতে যাই তাহলে বাংলা ভাষায় কথা বলে নিজেকে ধন্য মনে করবো৷ যেমন বাংলায় ডয়চে ভেলেতে ইমেল পাঠালাম৷ নিজেকে একজন বাঙালি বলে গর্ব বোধ করছি৷ অর্পন চট্টোপাধ্যায়, লালবাগ, মুর্শিদাবাদ৷

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের এই দিনে রাষ্ট্রীয়, বেসরকারি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির৷ তেমনি আমরাও আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর পক্ষ থেকে কিছু কর্মসূচি গ্রহণ করেছি৷ মহান বিজয় দিবস উপলক্ষে আমরা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি৷ এই প্রতিযোগিতায় যেসকল শিশুরা অংশগ্রহণ করেছে তারা কেউই মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানেনা এমন কি তাদের পরিবারের অন্যান্য সদস্যরা পর্যন্ত৷ তারা জানে শুধু এটা একটা আনন্দ উৎসবের দিন৷ তাই আমরা এই সকল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা দিতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি৷ আমাদের এই চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় ৬ থেকে ১৩ বছর বয়েসি মোট ৪৭ জন সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করেছে৷ আমাদের প্রতিযোগিতার আয়োজনগুলির মধ্যে ছিলো, চিত্রাঙ্কন, দাদুর খেলা(২টি)এবং পুকুর-পাড় খেলা প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ১০টি পুরস্কার দেওয়ার কথা থাকলেও আমরা বিজয়ীদের মাঝে ১৪টি পুরস্কার বিতরণ করেছি. চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে, মাসুদ, মজনু, মাহফুজ ও সজিব৷ দাদুর খেলা(বড়দের) প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে,সোমা, রুনা, ফারজানা ও লিমা৷ দাদুর খেলা (ছোটদের) প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে, মিম পাখি ও মনি এবং পুকুড়-পাড় খেলা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে হৃদয়, আশিকও মহসিন৷ প্রতিযোগিতায় যারা পুরস্কার পায়নি আমরা তাদের মাঝে ডয়চে ভেলের কলম ও বেলুন বিতরণ করেছি৷ শিশুরা উপহারগুলি পেয়ে অনেক আনন্দ উল্লাস প্রকাশ করেছে৷ অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে৷ প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদানের পূর্বে শিশুদের মাঝে মহান বিজয় দিবস এর তাৎপর্য তুলে ধরা হয়৷ অনুষ্ঠানের কয়েকটি ছবি পাঠালান আশা করি একটি ছবি আপনাদের ওয়েবসাইটের ‘আপনাদের মতামত’ পাতায় প্রকাশ করবেন৷ 

বিজয়ের শুভেচ্ছাসহ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, তানিয়া আক্তার, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷ 

 নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, মনে তুমি অন্তরে তুমি, আশা তুমি ভরসা তুমি,শুরুতে তুমি শেষেও, তুমি সকালে তুমি রাতেও৷ তুমি সবসময় থাকো আমার সাথে, আমি আছি তোমার সাথে৷ সবাইকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা৷বিষাদু রায়, কোদালখাতা, লালমনিরহাট৷

 আমরা ডয়চে ভেলের নতুন শ্রোতা৷ বিজয় দিবস উপলক্ষে গতকালের অনুষ্ঠান খুব ভালো ছিলো, ধন্যবাদ৷ রুবিনা, মাসুদ, হায়দার, নাটোর, বাংলাদেশ৷

বন্ধুরা, আজকে আমরা ৬০ সদস্যের এক বিশাল টিম নিয়ে সিলেট শহরে অবস্থান করছি৷ সকালে সিলেট শহরে পৌঁছেই আমরা মোবাইল ফোনে এফএম ব্যান্ডে ১০৫ মেগাহার্তস-এ এতো সুন্দরভাবে বাংলাদেশের খবর, বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উপলক্ষে বাংলা স্কুল চালু, উইকিলিক্স প্রধান জুলিয়ান আসাঞ্জের মুক্তি, বাংলাদেশে মোবাইল ফোনে ব্যবসা পরিচালনা, কবির সুমনের কণ্ঠে ‘গান তুমি’ এবং ফিচারপর্ব সবুজ পৃথিবীতে বাংলাদেশের বিরল প্রজাতির মাছ বিলুপ্তি, পশ্চিমের জানালায় বাংলাদেশে জার্মান বিনিয়োগ সম্পর্কে ও বড়দিন উপলক্ষে কথিকাটি শুনে আমরা দারুণ খুশি হয়েছি৷ মোখলেসুর রহমান, সিলেট, বাংলাদেশ৷

বার্লিনে বাংলা স্কুল খোলা হবে জেনে ভালো লাগলো৷ সুরিত ব্যানার্জী, ভারত৷