চাকুরিজীবীদের মধ্যে ডোপিং উদ্বেগজনক | পাঠক ভাবনা | DW | 28.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চাকুরিজীবীদের মধ্যে ডোপিং উদ্বেগজনক

এ বিষয়ে প্রতিবেদনটি পড়ে খুবই উদ্বেগজনক এক তথ্য জানতে পারলাম৷ কর্মক্ষেত্রে ভালো কাজ করার জন্য মাদক ব্যবহারের প্রবণতার কারণটি মোটেই গ্রহণযোগ্য যুক্তি হিসাবে মেনে নেওয়া যায় না৷

এভাবেই লিখেছেন নতুন দিল্লি থেকে আমাদের নিয়মিত বন্ধু সুভাষ চক্রবর্তী৷

তিনি আরো লিখেছেন, মাদক ব্যবহারের ক্ষতির দিকগুলি কারো অজানা নয়, তাই কর্মক্ষেত্রে মাদক ব্যবহারের প্রবণতা কাজের গুণগত মানের ওপর যেমন একদিকে প্রতিকূল প্রভাব ফেলবে, আবার শারীরিক ও মানসিক রোগ ডেকে আনবে৷ কর্মক্ষেত্রে এই প্রবণতাকে রোধ করতে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ পাশাপাশি কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা, ভালো বেতন, ভালো পরিবেশ এবং কর্মসংস্কৃতির উন্নয়নের দিকগুলি সুনিশ্চিত করতে হবে৷ তাঁর মতে, ‘সমাজ সংস্কৃতি' পাতার নতুন প্রতিবেদনে ‘পর্যটন উন্নয়নের বিকল্প হতে পারে না' শীর্ষক পরিবেশনাটি খুবই যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য তথ্য সহকারে তুলে ধরার প্রয়াস প্রশংসনীয়৷ এটি তাঁর ভীষণ ভালো লেগেছে৷

বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বলেছেন, তাঁরা চান সবার অংশগ্রহণে নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়৷ প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে কি আপনার মনে কোনো শঙ্কা আছে? উত্তরে শরীফুল হক ফেসবুকে লিখেছেন, অবশ্যই সংশয় আছে৷ রাতারাতি সংবিধান পাল্টানো, দলীয় সরকারের অধীনে নির্বাচন, সর্বোপরি সরকার দলীয় নেতাদের মন্তব্য!!!!!!!!!! কি মনে হয়?

- সুভাষ চক্রবর্তী এবং শরীফুল হক আপনাদের অসংখ্য ধন্যবাদ৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ