‘টপ গেম কুইজ' বিজয়ী সোহাগ | পাঠক ভাবনা | DW | 18.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘টপ গেম কুইজ' বিজয়ী সোহাগ

বিশ্বকাপ নিয়ে মেতেছে বিশ্ব৷ আর সেই উপলক্ষ্যেই একটি ‘বিশেষ টপ গেম কুইজ' প্রতিযোগিতার আয়োজন করেছে ডয়চে ভেলে৷ ব্রাজিল বনাম মেক্সিকোর খেলায় কে জিতবে? – এ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সোহাগ বিপারী৷

বন্ধু সোহাগ বেপারী, ডয়চে ভেলের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন৷ আপনি দয়া করে আপনার পুরো নাম এবং ঠিকানা আমাদের ই-মেল ঠিকানায়, অর্থাৎ bengali@dw.de কিংবা ফেসবুক পাতার ‘মেসেজ' অপশনে পাঠিয়ে দিন৷ আর ই-মেল করার সময় শিরোনামে দয়া করে ‘বিশেষ টপ গেম কুইজ' কথাটি লিখে দেবেন, কেমন?

প্রিয় পাঠক, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের জন্য প্রতিদিনই থাকছে একটি করে প্রশ্ন৷ মজার ব্যাপার হলো, গতকালের টপ গেম কুইজের উত্তর দিয়েছেন মোট ৭৬৩ জন বন্ধু৷ কিন্তু সঠিক উত্তর দিয়েছেন মাত্র দু-একজন৷ তাঁদের মধ্যে ভাগ্যবান বিজয়ী বন্ধু সোহাগ৷ আবারো অভিনন্দন আপনাকে৷

পাঠকদের পাঠানো মতামত

‘‘গায়ে উলকি আঁকতে অনেকেরই ভালো লাগে৷ তবে উলকি কত বড় বিপদ ডেকে আনতে পারে – তা কিন্তু সবাই জানেন না...৷ হ্যাঁ, এ বিষয়টি আমারও জানা ছিল না৷ ডয়চে ভেলের আমি একজন নিয়মিত পাঠক বলেই এ রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি পড়তে পারি৷ জলবায়ু পরিবর্তনের প্রতিবেদনটিও ছিল গঠনমূলক এবং এ সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা৷ একমাত্র ডয়চে ভেলেই পারে সবার আগে সর্বশেষ ঘটনা এবং সবচেয়ে আলোচিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পাঠকদের সামনে তুলে ধরতে৷ গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে – ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ'৷ বরফ গলার কারণে আর্কটিকের দেশগুলো যে সুফল পাচ্ছে, তার বিস্তারিত পড়েছি এই প্রতিবেদনটিতে৷'' এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷

‘‘আমি এবং আমার ক্লাবের সবাই প্রতিটি বিশ্বকাপ খেলা দেখছি৷ আমি জার্মান দলের সাপোর্টার৷ তাই তো আমার মোটর সাইকেলে জার্মান পতাকা ঝুলিয়ে রেখেছি৷ এছাড়াও ডয়চে ভেলের কুইজে নিয়মিত অংশগ্রহণ করছি৷ আমাদের ক্লাবে কয়েকটি জার্মান দলের জার্সি পাঠাবেন৷ সবাই ভালো থাকবেন৷

ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা, বাংলাদেশ৷''

‘‘আমাদের সালাম নেবেন৷ আশা করি আপনারা ভালো আছেন৷ আমরাও ভালো আছি৷ আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের পাঠানো রেডিওটি আজকের ডাকে পেলাম৷ আমরা ভীষণ আনন্দিত, যা বোঝাতে পারবো না৷ আরও একটি মজার খবর যে, রেডিওটি হাতে পেতে কোনো প্রকার ট্যাক্স দিতে হয়নি৷ আমাদের ভাগ্য খুব ভালো বলা যায়৷'' মোহা. আব্দুল মান্নান, সোনা মাসনা, নাচোল, চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ৷

- এভাবেই বন্ধুরা তাঁদের মতামত জানিয়েছেন৷ ধন্যবাদ পাঠক বন্ধুদের৷ সবাই ভালো থাকুন আর ডয়চে ভেলের সাথে থাকুন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন