‘ডয়চে ভেলে থেকে অনেক কিছু জানতে পারছি' | পাঠক ভাবনা | DW | 15.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে থেকে অনেক কিছু জানতে পারছি'

বগুড়ার পাঠক এমএ বারিক কয়েকটি ইমেল পাঠিয়েছেন৷ তিনি লিখেছেন সমাজ সংস্কৃতি পাতায় ‘কিছু নিয়ম মেনে চলুন, ক্যানসারকে দূরে রাখুন' শীর্ষক ছবিঘরটি দেখেছি, পড়েছি৷ ভালো লাগলো৷

আর ভালো না লেগে কি পারে? কারণ ক্যানসার নিয়ে ডয়চে ভেলের করা প্রতিবেদন বলে কথা৷ প্রতিবেদনটিতে বলা হয়েছে ক্যানসারের মতো অসুখকে শুধু ভাগ্যের লিখন বলা যায় না, কারণ টিউমার হওয়ার কারণগুলো গবেষকরা খুব ভালো করেই জানেন৷ একটু সাবধানতা অবলম্বন করলে হয়তো ক্যানসার রোগীর সংখ্যা অর্ধেক হতে পারে৷ ক্যানসার রোগীর প্রতি পাঁচজনের একজনই হচ্ছে ধূমপায়ী৷ বিষাক্ত তামাকের ধোঁয়া যে শুধু ফুসফুসের ক্যানসারের জন্যই দায়ী তা নয়, ধূমপান অন্যান্য ক্যানসার হওয়ারও একটি কারণ৷ তবে ধূমপান ক্যানসার হওয়ার একমাত্র কারণ নয়৷ এসব তথ্য সব পাঠকদেরই ভালো লাগার কথা৷

আপনাদের ওয়েবসাইটের প্রথম পাতায় বিশ্বের আকর্ষণীয় স্থাপনা নিয়ে ছবিঘর থেকে এমন কয়েকটি স্থাপনার কথা জেনেছি, যা আমাকে মুগ্ধ করেছে৷

ছবি সহ এ ধরনের প্রতিবেদনের জন্য ডয়চে ভেলেকে জানাই অসংখ্য ধন্যবাদ৷ অসংখ্য পর্যটক যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এসব দেখতে যান৷ আর ডয়চে ভেলে তার পাঠকদের দেখাচ্ছে বিনা পয়সায়৷

সবচেয়ে বেশি আকর্ষণীয় ফ্রান্সের আইফেল টাওয়ার৷ বিশ্বে টাকা খরচ করে দেখতে যাওয়া আকর্ষণীয় যত স্থাপনা রয়েছে তার মধ্যে লোহার তৈরি এই টাওয়ার দেখতেই বেশি পর্যটক ফ্রান্সে যান৷ ১৮৮৯ সালে একটি মেলা উপলক্ষ্যে গুস্তাভ আইফেল ৩২৪ মিটার উঁচু এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন৷ ১৯৩০ সাল পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল৷ এসব তথ্য থেকে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি৷


দারুচিনির গুণাগুণ শীর্ষক প্রতিবেদন থেকে জানলাম এটা কোলেস্টোরেল কমাতে সাহায্য করে৷ এই সুখবরটি ডয়েচে ভেলে ওয়েবসাইট থেকে জানতে পেরেছি৷ দারুচিনি নিয়ে এমন তথ্যবহুল প্রতিবেদনের জন্য ডিডাব্লিউকে ধন্যবাদ জানাই৷

পরিশেষে, ডয়চে ভেলের একটি খারাপ দিক নিয়ে কিছু বলতে চাই৷ জানিনা তার জন্য ডয়চে ভেলে আমার প্রতি কোনো ধরনের বৈষম্য করবে কিনা৷ তবুও আমি বলতে চাই, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ৷ ডয়চে ভেলে থেকে প্রতিদিন নানা বিষয় নিয়ে প্রতিবেদন পাচ্ছি, যা বিভিন্ন ধরনের তথ্য পূরণে অবদান রাখছে এবং আমার জ্ঞানের ভাণ্ডারকে আরও বিকশিত করছে৷ কিন্তু আমার প্রশ্ন হলো একই প্রতিবেদন কেন বার বার আসে ফেসবুকে? সেক্স বিষয়ে প্রতিবেদন কি না করলেই নয়?

বিজ্ঞানীরা বলছেন, ব্লু ফিল্ম নাকি মস্তিষ্কের গঠন পাল্টে দেয়৷ ফলে ব্রেন সংকুচিত হয়ে আসে, কমে বুদ্ধিও৷ এমন প্রতিবেদন বারবার না দিয়ে পাঠকদের সমালোচনা থেকে দূরে থাকুন৷ এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া৷

১৫ই আগস্ট ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ডয়চে ভেলে পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান থেকে বন্ধু প্রদীপ বসাক৷

চট্টগ্রাম থেকে ডা. অসিত কুমার দাশ মিন্টু লিখেছেন, ‘‘আমরা বাংলাদেশিরা জঙ্গিমুক্ত বাংলাদেশ কামনা করি, আমরা অস্থিতিশীল দেশ কামনা করি না৷'' তথ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করায় ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

লেখার জন্য ধন্যবাদ সবাইকে৷ এভাবেই সাথে থাকবেন বন্ধুরা, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন