‘দিনশেষে সবাই তার প্রভুর কাছে আশ্রয় চায়' | পাঠক ভাবনা | DW | 15.01.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘দিনশেষে সবাই তার প্রভুর কাছে আশ্রয় চায়'

বিশ্লেষকরা বলছেন, তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের চাপিয়ে দেওয়া কঠোর রীতিনীতির কারণে সে-দেশে নাস্তিকের সংখ্যা বাড়ছে৷ ডয়চে ভেলের এ প্রতিবেদন পড়ে অনেক পাঠকই ফেসবুক পাতায় তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

 ‘‘বিষয়টি এত সহজ নয়, যতটা সহজভাবে বলা হচ্ছে যে চিন্তা-চেতনায় তারা নাস্তিক, আর উপরে উপরে আস্তিক৷ তাদের এই জরিপ নিরপেক্ষ নয়৷এর্দোয়ানকে পছন্দ করে না বলে সে মনে-প্রাণে নাস্তিকতার দিকে ঝুঁকবে– এসব ধারণা হাস্যকর৷'' এমনই লিখেছেন পাঠক  সুলতান আহমেদ৷

‘‘আমি অনুরোধ করবো তুরস্কে ঠিক কিভাবে জোর করে ধর্ম চাপিয়ে দেয়া হচ্ছে, মোট জনসংখ্যার কত ভাগ লোকের উপর তা করা হয়েছে, ধর্ম পালন না করলে কী করা হচ্ছে, তা একটু জানাবেন প্রমাণসহ,'' ডয়চে ভেলের পাঠক রাশেদুল হাসান শোভনের অনুরোধ৷

‘‘তুরস্কে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই,  এমনকি এর্দোয়ান কারো উপর শরিয়া আইনও চাপিয়ে দেননি৷ তাই তাঁর শাসনের কারণে নাস্তিকতা বাড়ছে– এই কুযুক্তি চরম হাস্যকর এবং নিতান্তই এর্দোয়ান-বিদ্বেষপ্রসূত, '' এই মন্তব্যটি করেছেন জাবিন জাহরায়ী ৷ পাঠক রবিউল ইসলামের মতও অনেকটা এরকমই৷ তিনি লিখেছেন,  ‘‘ডয়চে ভেলের এই রিপোর্টের বক্তব্যের সাথে আমি একদমই একমত নই, কারণ, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, তার ৯০ শতাংশ হয়েছে ধর্মযুদ্ধ৷ অর্থাৎ, নাস্তিক বলে কোনো লাভ নেই৷ দিন শেষে সবাই তার প্রভুর কাছে আশ্রয় চায়৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী