প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী' উপাধি | পাঠক ভাবনা | DW | 06.11.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী' উপাধি

সোহরাওয়ার্দী উদ্যানে কওমিদের ‘শোকরানা মাহফিল'-এ প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী' উপাধি দেয়া হয়েছে৷ তবে হেফাজত আওয়ামী লীগের ভোট বাড়াবে কিনা তা নিয়ে পাঠকদের  মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

পাঠক ওয়াফি আহমেদ লিখেছেন, ‘‘আপনি যদি নেগেটিভ মাইন্ডে দেখেন, তাহলে হেফাজতে ইসলাম শাপলা চত্বরের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে৷ আর যদি পজিটিভ মাইন্ডে বিচার করেন, তাহলে শাপলা চত্বরের শহীদদের রক্তের বিনিময়ে হলেও হেফাজতে ইসলাম কিছুটা রাজনীতি শিখছে৷''

‘‘ হেফাজত যদি ৫ই মে'র কথা ভুলে যায় তবে ভোট অবশ্যই বাড়বে বলে আমি মনে করি,'' এই মন্তব্য পাঠক শোয়েব আহমেদের৷ পাঠক আসলাম এ মতামতকে পুরোপুরি সমর্থন করেছেন৷

তবে ডয়চে ভেলের পাঠক আজিজুল হক কিন্তু শতকরা ১০০ভাগই নিশ্চিত যে, এতে আওয়ামী লীগের ভোট বাড়বে না৷ আবদুল আলীমও এ বিষয়ে একমত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন