প্লিজ,  ব্লু হোয়েল দেখবেন না! | পাঠক ভাবনা | DW | 11.10.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্লিজ,  ব্লু হোয়েল দেখবেন না!

ঢাকায় এক কিশোরীর আত্মহত্যাকে কেন্দ্র করে ‘ব্লু হোয়েল' নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় অনেক পাঠক তাঁদের নানা ভাবনার কথা জানিয়েছেন৷

পাঠক জলিলুর রহমানের ধারণা, তরুণ প্রজন্মের মাঝে ব্লু হোয়েল খেলার আগ্রহটা জাগিয়েছে কিছু মিডিয়া৷ তিনি মনে করেন, মিডিয়া এ বিষয়ে প্রচার করেছে বলেই এর প্রসার ঘটেছে৷ মোহাম্মদ জিয়ারও ঠিক একই বিশ্বাস৷ তিনি বলছেন আগে কেউ ব্লু হোয়েলের কথা জানতো না৷ তবে এ মন্তব্য করার পরও  তিনি নিজে কিন্তু এ ব্যাপারে আরো বেশি জানার আগ্রহ প্রকাশ করেছেন৷ 

তারিকুল বারি ফেসবুক পাতায়  তাঁর মতামত লিখেছেন ঠিক এভাবে, ‘‘মিডিয়া চাইছে আমরা সতর্ক হই আর আমরা চাইছি মিডিয়া যেহেতু সংবাদ দিয়েছে, তাহলে একবার পরখ করি৷ এটাই আমাদের সমস্যা ৷ কথায় আছে না, বিজ্ঞাপনে পণ্যের প্রসার, এটা ঠিক তাই৷''

মনোবিজ্ঞানী এবং অনলাইন গেম বিশেষজ্ঞরা কিন্তু অভিভাবকদের সতর্ক হওয়ার কথা বলছেন৷ আর পাঠক তৃষা মিত্র আমাদের জানিয়েছেন, ভারতে কয়েকজন মারা গেছে ব্লু হোয়েলের কারণে৷

আর সৌরভ মাজহার ও অপু এ বিষয়ে আরো জানার জন্য সংশ্লিষ্ট লিংকটি পাঠানোর অনুরোধ করেছেন৷

‘ব্লু হোয়েল' লিংকটা কি বন্ধ করার কোনো ব্যবস্থা নেই? এই প্রশ্ন পাঠক মোহাম্মদ আলীর৷ ডয়চে ভেলের ফেসবুক বন্ধু হায়দার সিদ্দিক কিরণেরও এই একই প্রশ্ন৷

আর সকলকেই ‘ব্লু হোয়েল' না খেলার অনুরোধ পাঠক নুরুল হকের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন