বিশ্বকাপ কুইজে যাঁরা বিজয়ী হলেন | পাঠক ভাবনা | DW | 01.08.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্বকাপ কুইজ

বিশ্বকাপ কুইজে যাঁরা বিজয়ী হলেন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ডয়চে ভেলের বাংলা বিভাগ আয়োজন করেছিল একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার৷ দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা কুইজে প্রতিদিনের অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একজন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে৷

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ডয়চে ভেলের বাংলা বিভাগ আয়োজন করেছিল একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার৷ দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা কুইজে প্রতিদিনের বিশ্বকাপ কুইজে যাঁরা বিজয়ী হলেনঅংশগ্রহণকারীদের মধ্যে থেকে একজন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে৷

সব বিজয়ীর নাম একসাথে প্রকাশ করা সম্ভব নয়৷ তাই ধাপে ধাপে প্রতি সপ্তাহে কয়েকজন করে বিজয়ীর নাম প্রকাশ করা হবে৷ গতসপ্তাহে ছিল পাঁচজন বিজয়ীর নাম৷ আর আজ থাকছে মোট দশজন বিজয়ী বন্ধুর নাম৷

দ্বিতীয় পর্বে বিজয়ীরা হলেন – 

রাসেল শিকদার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসনার্স ইউনিট,শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর, বাংলাদেশ৷

সোহেল মুরাদ স্নিগ্ধ প্রযত্নে মো. সোহেল রানা, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, সুপার-সি,আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ৷

প্রিয়নজিৎ ঘোষাল, ৪৮/১ এ,রায় বাহাদুর রোড,বেহালা, কলকাতা ৭০০০৩৪, পশ্চিমবঙ্গ, ভারত৷

রোজিনা কেয়া, শেখ মহল, থানা পাড়া, আলম ডাঙ্গা-৭২১০, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

এমএ বারিক, গ্রাম. ভাট্টা, পোস্ট. শিহালি থানা, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷

এম শামসুল ইসলাম, আটমুল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, আটমুল,বগুড়া – ৫৮১০,বাংলাদেশ৷

সলিমউদ্দিন শেখ, ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাব, বারুইপাড়া, মুর্শিদাবাদ – ৭৪২১৬৫, পশ্চিমবঙ্গ, ভারত৷

মো. হাবিবুল্লাহ মিয়া, গ্রাম+পোস্ট  মীরের বাড়ি, জেলা কুড়িগ্রাম – ৫৬১০, বাংলাদেশ৷

রতন কুমার পাল, পো. দৌলতপূর, দক্ষিণ দিনাজপুর ৭৩৩১২৫, পশ্চিমবঙ্গ, ভারত৷

আরশাদ আলী বিশ্বাস, সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব, পোস্ট. কপিলমুনি, জেলা খুলনা, বাংলাদেশ৷

বিজয়ী বন্ধুদের আন্তরিক অভিনন্দন!  আপনাদের সবার জন্যই রয়েছে আকর্ষণীয় পুরস্কার৷ পুরস্কারগুলো হাতে পেতে কিন্তু একটু ধৈর্য্য ধরতে হবে৷ আর আজকের বিজয়ী তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা মন খারাপ করবেন না৷ আগামীতে থাকবে আরো অনেকের নাম, অনেক পুরস্কার! আর হ্যাঁ, কুইজে অংশ নেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

বন্ধুদের সকলের জন্য রইলো আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা৷ ভালো থাকবেন আর অবশ্যই ডয়চে ভেলের সাথে থাকবেন৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ