‘স্বেচ্ছামৃত্যুতে ডাক্তারের সহায়তা সমর্থযোগ্য নয়' | পাঠক ভাবনা | DW | 16.04.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

 ‘স্বেচ্ছামৃত্যুতে ডাক্তারের সহায়তা সমর্থযোগ্য নয়'

‘স্বেচ্ছামৃত্যুতে সহায়তার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জার্মান আদালত' শিরোনামের প্রতিবেবদনটি পড়ে মৃত্যুপথযাত্রী রোগীদের স্বেচ্ছায় জীবনাবসান ঘটাতে ডাক্তারদের সহযোগিতা না করার পক্ষে মত দিয়েছেন ডয়চে ভেলের বেশির ভাগ পাঠক৷

রোগীদের স্বেচ্ছামৃত্যুতে ডাক্তারের সহযোগিতা করা উচিত মন বলে মনে করেন পাঠক কাফি৷ পাঠক এমএন আরসালানেরও একই মত৷ তিনি আরো মনে করেন, মুসলিমদের জন্য স্বেচ্ছামৃত্যু মহাপাপ৷ পাঠক ফারুক মোল্লা, ওবায়দুল ইসলাম উজ্জ্বল আর ইনুম ভুইয়াও স্বেচ্ছায় মৃত্যু সমর্থন করেন না৷

আর এ সম্পর্কে রাশেদুল রাশেদ লিখেছেন, ‘‘যেখানে ইসলাম সমর্থন করে না, সেখানে সুষ্ঠু জ্ঞানে কেউ এটা সমর্থন করতে পারে না৷ তাছাড়া কোনো ধর্মই আত্মহত্যা সমর্থন করে না৷'' তানসিভ সাকিরিরও একই মত৷

তবে ভিন্ন মত পাঠক সজল মন্ডলের৷ তিনি মনে করেন, ‘‘স্বেচ্ছামৃত্যু মানুষের অধিকার, অনেক সময় জটিল রোগে যন্ত্রণায় ভুগে মরার চেয়ে স্বেচ্ছামৃত্যুই তার সমাধান৷''

পাঠক কামরুল হাসান কমল একদিকে বিজ্ঞানকে সমর্থন করছেন, অন্যদিকে স্বেচ্ছামৃত্যুও ঠিক সমর্থন করতে পারছেন না৷ নিজের মতামত জানিয়েছেন তিনি এভাবে, ‘‘ জীবন অনেক কষ্টের একটা ব্যাপার! আর উন্নত দেশ জার্মানিতে যা হবে, তা নিশ্চয়ই খুব চিন্তা আর গবেষণার পরই হবে৷ তারপরও স্বেচ্ছামৃত্যু / প্রাণ হারানো সমাধান কীভাবে হয়?''

পাঠক মোহাম্মদ হাফিজুল ইসলামের ভাবনা একটু অন্যরকম৷ তাঁর মতে, স্বেচ্ছামৃত্যুতে সহায়তা কোনোমতেই সমর্থনযোগ্য নয়৷ কারণ, তিনি মনে করেন, পৃথিবীতে যত ক্যানসার রোগী আছে, তাঁরা সকলেই যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, তাহলে  গবেষকরা কাদের জন্য রোগের প্রতিষেধক আবিষ্কার করবেন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী