বাংলাদেশে পানি সংকট | বিজ্ঞান পরিবেশ | DW | 17.03.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিজ্ঞান পরিবেশ

বাংলাদেশে পানি সংকট

সুপেয় পানি, যা ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে৷ আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন স্থানে অবশ্য এখনই সুপেয় পানির সংকট দেখা দিতে শুরু করেছে৷ চলুন দৃষ্টি দেয়া যাক বাংলাদেশের দিকে৷

বিশুদ্ধ পানির সংকটে বাংলাদেশ

বিশুদ্ধ পানির সংকটে বাংলাদেশ

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৫ কোটির উপরে৷ এই দেশের বেশির ভাগ মানুষ টিউব ওয়েলের পানি ব্যবহার করেন৷ বিশেষজ্ঞদের মতে, জনসংখার ৯৫ থেকে ৯৭ শতাংশ টিউব ওয়েলের পানির ওপর নির্ভরশীল৷ কিন্তু এক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্সেনিক৷ এখন আর্সেনিক বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা৷ তবে সরকার এবং বিদেশী দাতা সংস্থাগুলো এখন এই সমস্যা সমাধানে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে৷

আসের্নিক সমস্যার পর যে সমস্যাটি সামনে এসে দাঁড়িয়েছে, তা হলো নদী৷ বিচিত্র সমস্যা এই নদীকে ঘিরে৷ একসময় নদীতে পানি শুকিয়ে চৌচির হয়ে যায়, আবার কখনো কুল ছাপিয়ে বন্যা আবার কখনো ভাঙ্গনের শিকার হচ্ছে নদীতীরের মানুষ৷

BdT Bangladesh Fischerboote in Dhaka

নদীর পানিও দূষিত হচ্ছে বিভিন্নভাবে৷

আসুন এমনই একটি চিত্র দেখি৷ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, নদী ভাঙ্গনের ফলে দেশের সীমান্ত এলাকার প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর ভূমি হারিয়ে গেছে৷ দেশের অভ্যন্তরে প্রতি বছর ভাঙ্গনের কবলে প্রায় ১০ হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়৷ স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের সীমান্তবর্তী নদীগুলোর ভাঙ্গনের ফলে বাংলাদেশের ভূখন্ড থেকে ১৩ হাজার ৪৯২ হেক্টর ভূমি হারিয়ে গেছে বলে বিশেষজ্ঞদের ধারণা৷

এবার দেখা যাক বাংলাদেশের নদীগুলোর কী অবস্থা৷ বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে ২৩০টি৷ এর মধ্যে ৫৭টি নদী আর্ন্তজাতিক৷ এই নদীগুলোর মধ্যে ৫৪টির উৎসস্থল ভারত এবং বাকি ৩টি মিয়ানমার৷ বর্তমানে ভারতের সাথে নদীর পানির হিস্যা নিয়ে সৃষ্ট সমস্যার কারণে এখন এই দেশের বিভিন্ন নদীতে সঠিক প্রবাহে পানি আসছে না৷ বড় বড় নদীগুলো থেকে সৃষ্ট ছোট নদীগুলোর মুখ বন্ধ হয়ে যাচ্ছে৷ পরিকল্পনাহীন ভাবে রাস্তাঘাট নির্মানের ফলে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে৷ প্রতি বছর যে হারে বাংলাদেশের উপর দিয়ে নদীবাহিত পলি পড়তো তাও এখন প্রবাহের অভাবে সাগরে যেতে না পেরে ভরে যাচ্ছে নদীর তলদেশ৷ অপরিকল্পিত ভাবে রাস্তাঘাট এবং বাঁধ নির্মানের ফলেও নদী হয়ে যাচ্ছে মৃত৷

ভাবলেও অবাক হতে হয়, বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে ১৩টি নদী৷ আরও সাতটি নদী এখন মৃত প্রায়৷ যে কোন দিন এগুলোয় আর পানি থাকবে না৷ শুকিয়ে তা হয়ে যাবে পায়ে চলা পথ৷ বড় নদীগুলোর থেকে ছোট নদীগুলোর মুখ বন্ধ হয়ে যাওয়া, প্রতিকুল পরিবেশ, ভারত থেকে পানির প্রবাহ কমে যাওয়া ইত্যাদি কারণে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো প্রচন্ড হুমকির মুখোমুখি৷ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে এই তথ্য পাওয়া গেছে ৷

ঐ প্রতিবেদনে দেখা গেছে, মৃত নদীগুলোর তালিকায় রয়েছে নরসুন্দ্রা, বিবিয়ানা, শাখা ররাক, পালাং, ভূবেনেস্বর, বুড়িনদী, বামনী, হামকুরা, হরিহর, চিত্রা, মুসা খান, বরালের শাখা নদী এবং হিসনা৷ এ ছাড়া করতোয়া, ইছামতি, ভৈরব, কালীগঙ্গা, কুমার, চিত্রা এবং ভদ্রা নদী এখন মৃতপ্রায়৷

লেখক: সাগর সরওয়ার, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক

সংশ্লিষ্ট বিষয়